চৌহালীতে জিয়া মঞ্চের নেতাসহ তিনজনের বাড়ি থেকে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার – Sirajganj Times

চৌহালীতে জিয়া মঞ্চের নেতাসহ তিনজনের বাড়ি থেকে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বাড়িসহ পার্শ্ববর্তী দুই বাড়িতে অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও চৌহালী থানা। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

রোববার (১ জুন) রাত সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, শরিফুল ইসলামের বাড়ি থেকে ৬৫ বস্তা, তার প্রতিবেশী মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৭৫ বস্তা এবং জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় মোহাম্মদ আলী নামে একজনকে আটক করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারি ত্রাণ লুটপাটে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।”

চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শরিফুল, ঘোড়জান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ ওরফে সূর্য (যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীর ভাগ্নে) এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন মিলে বেআইনিভাবে সরকারি চালগুলো মজুদ করেছিল।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ।