সিরাজগঞ্জের বেলকুচিতে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি: মো. জাহিদ হাসান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করার জন্যই এই বাংলাদেশে বিএনপি’র জন্ম হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার সিন্ডিকেট করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছেন৷ তবে বাংলার কৃষক তার প্রাপ্য দাম পায়নি বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, যেসব মেধাবী সন্তানেরা বিএনপি করে কিংবা তার পরিচিত কেউ বিএনপি করে, তাদেরকে বাছাই করে করে চাকুরি থেকে বঞ্চিত করা হয়েছে। যারা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, তাদেরকে সাথে নিয়েই আগামীর সরকার গঠন করবে বিএনপি। সবার সাথে তাল মিলিয়ে এই দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপির প্রতিটি নেতাকর্মী৷
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে শেরনগর প্রাইমারি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জনসভা ও পাঁচ হাজার অসহায় ও গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আব্দুস সালাম বলেন, অনেকেই আগামী সংসদ নির্বাচন সময় যত বাড়ছে, ততই পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ৬ মাস হোক বা ১ বছর হোক আমরা ভয় পাই না৷ যেদিন নির্বাচন হবে, সেদিনই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম৷
বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ও বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম প্রমুখ।##