দেশজুড়ে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ – Sirajganj Times

দেশজুড়ে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবর্হিভূত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ।- ছবি: মো. জাহিদ হাসান

সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে অংশ নেয় সিরাজগঞ্জ সরকারি কলেজ ও স্থানীয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে কলেজ গেট থেকে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে।

পরে বাজার স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “দেশজুড়ে একটি অস্থির পরিস্থিতি চলছে। চাঁদাবাজি, সন্ত্রাস এবং বিচারবর্হিভূত হত্যার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। আমরা এসবের দ্রুত বিচার ও প্রতিকার চাই।”

বিক্ষোভে শিক্ষার্থীরা সামাজিক নিরাপত্তা, বিচারহীনতার সংস্কৃতির অবসান এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই/