ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ারের মা দিল আফরোজ খান (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বগুড়া থেকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পথে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ এশা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মরহুমা দিল আফরোজ খানের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিরাজগঞ্জ টাইমস/সিই









