ট্রেনের ধাক্কায় থমকে গেল সাংবাদিক মনিরুজ্জামান মনির জীবনযাত্রা – Sirajganj Times

ট্রেনের ধাক্কায় থমকে গেল সাংবাদিক মনিরুজ্জামান মনির জীবনযাত্রা

সাংবাদিক, লেখক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি (৬০)

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন সিরাজগঞ্জের প্রতিথযশা সাংবাদিক, লেখক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি (৬০)। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের নিকটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মনিরুজ্জামান মনি জীবদ্দশায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক ও দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করেছেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে দেরি হওয়ায় মনি স্টেশন ছেড়ে রেলসড়কের পাশে বসেছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাংবাদিক মনিরুজ্জামান মনির চিরবিদায়ে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, সিরাজগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার স্বজনেরা। শোক জানিয়েছেন সিরাজগঞ্জ টাইমস পরিবারও।

সিরাজগঞ্জ টাইমস/সিই