দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কারের সাত মাস পর সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত মজিবর রহমান লেবু ও রাশেদুল হাসান রঞ্জনের আবেদন বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।”
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা বিএনপির ওই দুই নেতাসহ আটজনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ না মেলায় বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করায় তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দল।
সিরাজগঞ্জ বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের দুই ত্যাগী নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে সিরাজগঞ্জ বিএনপিতে নতুন করে ঐক্যের বার্তা মিলেছে।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই







