সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জে বিএনপির মিছিল – Sirajganj Times

সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জে বিএনপির মিছিল

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করার পর,  স্বাগত মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।

মিছিলে বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

এর আগে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়টি জানানো হয়।

 

কমিটির সদস্যরা হলেন— আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, অ্যাডভোকেট সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডাঃ এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা।

 

নেতারা বলেন, আসন্ন সম্মেলন সফল করতে কেন্দ্র নির্ধারিত কমিটি  ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।