সিরাজগঞ্জ সদর থানায় আগুন! (ভিডিও সহ) – Sirajganj Times

সিরাজগঞ্জ সদর থানায় আগুন! (ভিডিও সহ)

সিরাজগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনে কর্মরত ফায়ার ফাইটার রাসেল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪:১৫ মিনিটে সিরাজগঞ্জ সদর থানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যোগ হয় আরেকটি ইউনিট।

পরে দুইটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  বিকেল সাড়ে পাচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।