৭ম জাতীয় স্কাউট কমডেকার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জের বিস্তীর্ণ যমুনার পাড়ে তৈরি করা হয়েছে বিশাল তাঁবু শহর। ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হবে স্কাউটের ৭ম জাতীয় কমডেকা। সাত দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় হাজারের বেশি স্কাউট সদস্য, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক কর্মকর্তারা অংশ নেবেন।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’। স্কাউট সদর দপ্তর ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রস্তুতির সব কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে শুধুই শেষ মুহূর্তের সাজসজ্জা।
ইতোমধ্যে তাঁবু স্থাপন, পয়নিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
৭ম জাতীয় কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। আয়োজকরা মনে করছেন, তার উপস্থিতি স্কাউটদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
এই কমডেকার মাধ্যমে রোভার স্কাউটরা প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পারস্পরিক বন্ধুত্ব গঠন এবং স্থানীয় জনগণের সঙ্গে মিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই বৃহৎ স্কাউট আয়োজন।









