মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় জমান।
(২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মুক্তির সোপানের সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে শহীদ মিনার প্রাঙ্গণে আলোকসজ্জা করা হয় ।
এসময় সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।









