তাড়াশে সমন্বায়ক পরিচয়ে হোটেল ভাঙচুর, আটক ৩ – Sirajganj Times

তাড়াশে সমন্বায়ক পরিচয়ে হোটেল ভাঙচুর, আটক ৩

সিরাজগঞ্জের তাড়াশে সমন্বায়ক পরিচয়ে হোটেল ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। শনিবার (১ মার্চ) ভোর ৫টার দিকে তাড়াশের খালকুলা এলাকার আশা হোটেলে এ ঘটনা ঘটে।

এ সময় তাদের মারধরে হোটেল মালিক ও বসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মো. ফিরোজ আলি (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াশ থানার ডিউটি অফিসার জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে এ মুহূর্তে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ভুক্তভোগী ‘আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ মালিক আলী আশরাফ জানান, শুক্রবার দুপুরে ঢাকায় নতুন একটি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটোর থেকে আসা কয়েকটি বাস হোটেলের সামনে থামে। কেক কেনাকে কেন্দ্র করে ছাত্র-জনতার সমন্বয়কদের সঙ্গে দোকানের কর্মচারীদের তর্ক-বিতর্ক হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন শনিবার সকালে ফেরার পথে শিক্ষার্থীরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়।

হোটেল মালিকের অভিযোগ, ভাঙচুরের সময় বাধা দিলে শিক্ষার্থীরা তাকে ও কর্মচারীকে মারধর করে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করে এবং পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।