রায়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত – Sirajganj Times

রায়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, বিশিষ্ট সমাজসেবক এবি সিদ্দিক ফিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শেখ রিয়াদ, ফয়সাল বিশ্বাস, ইশরাত জাহান এশা, শ্রাবণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার নারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিশ্বজুড়ে বাংলাদেশের নারীরা আজ সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।