নারীর নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন – Sirajganj Times

নারীর নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

নারীর নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন। ছবি: প্রতিবেদক

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকাল ১০টায়  সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, মাওলানা ভাসানী কলেজ, আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, কলেজ ছাত্রদলের নেতা মো. জুয়েল রানাসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, “দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”