সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় সংগঠনের জেলা শাখার মুখপাত্র টি এম মুশফিক সাদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সংগঠনের সহযোদ্ধাকে হুমকি দেওয়ার অভিযোগ এসেছে ফাহিম বিশ্বাসের বিরুদ্ধে। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
সংগঠনের সিনিয়র মুখ্য সংগঠক যুবাইর আল-ইসলাম সেজান জানান, অভিযোগের ভিত্তিতে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে, এরপর ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনের কয়েকটি সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলায় আহতদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে সাইদুজ্জামান শ্রাবণ, শেখ রিয়াদ, ইসরাত জাহান এশা, ফয়সাল ও ফাহিম বিশ্বাসের মধ্যে বিরোধ হয়।
মঙ্গলবার সকালে সাইদুজ্জামান শ্রাবণ ও শেখ রিয়াদ গ্রুপের সদস্য পলাশ সরকার ফাহিম বিশ্বাস ও ফয়সালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের কাছে লিখিত অভিযোগ দেন।
পরে ইউএনও উভয়পক্ষকে ডেকে আলোচনার জন্য উপজেলা পরিষদে ডাকেন। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কেউ গুরুতর আহত হয়নি।