শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিরাজগঞ্জে ছাত্রদল নেতা জিসানকে অব্যাহতি – Sirajganj Times

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিরাজগঞ্জে ছাত্রদল নেতা জিসানকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের ছাত্রদল নেতা শাফিন আহম্মেদ জিসানকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. স্বপন সেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাফিন আহম্মেদ জিসান সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের শাফিন আহম্মেদ জিসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের দায় ছাত্রদল বহন করবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শাফিন আহম্মেদ জিসান বলেন, “আমার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই। তবে একটি বিশেষ বাহিনীর চাপের কারণে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে।”