সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি, নলকা ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী রফিকুল ইসলাম মদিনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে জানায় পরিবার। তার বাড়ি সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সেনগাতী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার, জামায়াত নেতা ড. আব্দুস সামাদ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজার হাজার মুসল্লি অংশ নেন।
পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত সবাই।











