ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ (ভিডিও সহ) – Sirajganj Times

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ (ভিডিও সহ)

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ। ছবি: মো. জাহিদ হাসান

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর শহরের কাজিপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা বলেন, ‘‘ফিলিস্তিনে শিশু, নারী, নিরীহ জনগণের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এছাড়াও, তিনি অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে দৃঢ় ও কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ জানান।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই