সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর্জা আব্দুল জব্বার বাবু আর নেই। শনিবার (২২ মার্চ) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি। প্রথমে তাকে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয় । পরে অবস্থার অবনতি হলে ২৩ জানুয়ারী রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই তরুণ রাজনীতিক।
মীর্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই