মির্জা বাবুর জানাজায় অংশ নেবেন কেন্দ্রীয় যুবদল সভাপতি – Sirajganj Times

মির্জা বাবুর জানাজায় অংশ নেবেন কেন্দ্রীয় যুবদল সভাপতি

যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর জানাজায় অংশ নিতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

দীর্ঘদিন জটিল রোগে ভুগে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মির্জা বাবু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ নিয়ে সিরাজগঞ্জের পথে রয়েছে যুবদল নেতৃবৃন্দ। আজ রাত ১০টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এক বিবৃতিতে সহযোদ্ধা মির্জা বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সকলকে জানাজায় উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।