ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের স্রোতে যমুনা সেতু টোল প্লাজায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় টোল প্লাজায় দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সকালে যমুনা সেতুর টোল প্লাজার এই চিত্র দেখা যায়।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যার মধ্যে মোটর সাইকেলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ পূর্ব ও পশ্চিম উভয় টোল প্লাজায় ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রেখেছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য রয়েছে ৪টি বিশেষ বুথ। এই ব্যবস্থা গ্রহণের ফলে, যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলেও দাবি তাদের।
এদিকে টোল প্লাজার নির্ধারিত বুথ ব্যবহার করে শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভিড় এড়াতে মোটরসাইকেল চালকদের পরামর্শ দিয়েছে সেতু কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জ টাইমস/এ/সি/ই









