সয়দাবাদ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন – Sirajganj Times

সয়দাবাদ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন

সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন। ছবি: প্রতিবেদক

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিসহ সকল সুবিধা নিশ্চিত করার দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নবনির্মিত সয়দাবাদ স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিক সরকারসহ আরও অনেকে। বক্তারা বলেন, যমুনা রেল সেতুর পূর্বপাড়ে ইব্রাহিমাবাদ স্টেশনে সব আন্তঃনগর ট্রেন থামলেও পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে যাত্রাবিরতির সুযোগ না থাকায় স্থানীয় জনগণ রেল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ যমুনা রেল সেতুর সঙ্গে যুক্ত করে ইব্রাহিমাবাদ ও সয়দাবাদ নামে দুটি আধুনিক রেলস্টেশন উদ্বোধন করা হয়। তবে ইব্রাহিমাবাদে ট্রেন থামার ব্যবস্থা থাকলেও সয়দাবাদে নেই, যার প্রতিবাদেই এই আন্দোলন।

মানববন্ধন চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি কিছু সময়ের জন্য অবরোধ করা হয়। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আশ্বাসের ভিত্তিতে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।