সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আলামিন খান – Sirajganj Times

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আলামিন খান

মো. আলামিন খান, সভাপতি (ভারপ্রাপ্ত), সিরাজগঞ্জ জেলা যুবদল। 

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির সহ-সভাপতি মো. আলামিন খানকে। জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৫ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশক্রমে মো. আলামিন খান এখন থেকে সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সিরাজগঞ্জ শহরে জন্মনেওয়া মো. আলামিন খান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, প্রয়াত মির্জা আব্দুল জব্বার বাবু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি গত ২৩ মার্চ দুরারোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আলামিন খানকে দেওয়া হয়।