ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য-কে তার জন্মভূমি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈল কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন হযরত মাওলানা মো. জাহিদুল ইসলাম।
জানাজায় অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমান, উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম, ছাত্রদল নেতা রিজন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসা হাসমীসহ আরও অনেকে।
সাম্যের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। প্রতিবেশীরা বলছেন, সাম্য ছিলেন অত্যন্ত ভদ্র, মেধাবী ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিশ্রুত নাম।
সাম্য বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের মো. ফরহাদ সরদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার মা কয়েক বছর আগে মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সাম্যকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
সিরাজগঞ্জ টাইমস/এমএস/সিই









