আজ উদ্বোধন হবে ‘লাভ সিরাজগঞ্জ’ ভাস্কর্য – Sirajganj Times

আজ উদ্বোধন হবে ‘লাভ সিরাজগঞ্জ’ ভাস্কর্য

LOVE SIRAJGANJ ভাস্কর্য। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

স্রোতষিণী যমুনার তীরে সিরাজগঞ্জ শহরের নতুন প্রতীক  ‘লাভ সিরাজগঞ্জ’ ভাস্কর্য। যার আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘প্রাপ্তি ও পূর্ণতা’। সোমবার (২ জুন) বিকেলে এই ভাস্কর্যের উদ্বোধন করবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে এবং সার্বিক পরিকল্পনায় স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলামের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই ব্যতিক্রমী ভাস্কর্য। শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় নির্মিত এই ভাস্কর্য এখনই রীতিমতো পর্যটনের ‘হট স্পট’ হয়ে উঠেছে সিরাজগঞ্জবাসী ও দর্শনার্থীদের কাছে।

সিরাজগঞ্জ পৌরসভা জানায়, ‘লাভ সিরাজগঞ্জ’ শুধু একটি ভাস্কর্য নয়, এই শহরের মানুষের ভালোবাসা, গর্ব আর ঐক্যের প্রতীক। যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্য সিরাজগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের এক নতুন রূপক।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভাস্কর্যটি নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়রা বলছেন, ঈদুল আজহার ছুটিতে এই স্থান হয়ে উঠবে পর্যটকদের জন্য ‘মাস্ট ভিজিট স্পট’।

পৌরসভা সূত্রে জানা গেছে, আজকের উদ্বোধনের পর শহর রক্ষা বাঁধ এলাকায় নতুন সাজে সেজে উঠবে, যেখানে পর্যটক ও স্থানীয়রা অবাধে ঘুরে বেড়াতে পারবেন। ‘প্রাপ্তি ও পূর্ণতা’ সিরাজগঞ্জের স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে থাকুক—এমন প্রত্যাশা শহরবাসীর।

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই/